রাতের অন্ধকারে কারা হামলা করলো আরজি করে? এই একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে। গোটা রাজ্য জুড়ে যখন স্লোগান উঠলো "দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ" সেই সময় হলো হামলা। পুলিশের সামনেই হলো হামলা। তখন কেউ গ্রেপ্তার হলো না। বৃহস্পতিবার সকালে ফেসবুক পেজ থেকে হামলাকারীদের ছবি পোস্ট করছে কলকাতা পুলিশ। সন্ধান চাইছে তাদের!
আর এই ঘটনা যখন হচ্ছে তখন শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। তাদের দাবি, আরজি করের আন্দোলন নিয়ে তার করা মন্তব্যে দল বিপাকে পড়েছে তাই তাকে সরিয়ে দিয়েছে! সত্যি কি তাই? প্রাক্তন রাজ্যসভার সংসদ অনেকদিন ধরেই মন্তব্য করেছিলেন কেন চুপ করে রইলো দল? কেন তার নিন্দা করা হলো না?
অনেকেই দাবি করছেন শান্তনু সেনের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছিল বেনিয়ম। কলকাতা পৌরসভার কাউন্সিলর থাকার সময় থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ।
এখানেই প্রশ্ন জাগছে যে শান্তনু কে অপসারণ কি হামলার ঘটনাকে লঘু করে দেওয়া। নাকি আবার পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হবে, যেমন হয়েছে কুণাল ঘোষের ক্ষেত্রে!
Why was Shantanu moved?
হামলার পর কেন সরানো হলো শান্তনু কে, উঠছে প্রশ্ন
×
Comments :0