আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে মধ্যরাতেই রাস্তায় নেমে অভূতপূর্ব বিক্ষোভের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। বুধবার সূর্য ডুবতেই শিলিগুড়ি থেকে কলকাতা, একের পর এক জায়গার মহিলারা জানিয়ে দিচ্ছেন, ‘আমিও রয়েছি’।
এক অভূতপূর্ব বিক্ষোভের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ।
এদিন বৃষ্টি মাথায় নিয়ে সোদপুর, মধ্যমগ্রাম রোড, পানিহাটি, এইচবি টাউন মোড়ে সামিল হয়েছেন মহিলারা। রাস্তা দখল করে গান, কবিতা, আঁকার মধ্যে দিয়ে প্রতিবাদ সানিতো হচ্ছে। এসেছেন এলাকার মহিলারা। প্রতিবাদ মঞ্চে অংশগ্রহণ করেছেন। প্রতিবার সভায় বক্তব্য রাখছেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস।
শুধু এই রাজ্যে নয় আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায়
ব্যাঙ্গালোরের আইআইএসসিতে প্রতিবাদে রাত দখল কর্মসূচিতে নেমেছেন বহু মানুষ।
সাম্প্রতিককালে এরাজ্য তো বটেই গোটা দেশের মধ্যে হাসপাতালের ভিতরেই নৃশংসভাবে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের ও খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই নৃশংস ঘটনা এবং পরবর্তী পরিস্থিতির জন্য তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে। তাঁর অভিযোগ, "ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে।"
মধ্যরাতে রাস্তার দখল নেওয়ার ডাক উঠেছে। এদিন সন্ধ্যা থেকেই বাংলার সর্বত্র পথে নামছেন অসংখ্য নাগরিক। নামছেন মহিলারা। বিচার চাই স্লোগান তুলে অধিকার প্রতিষ্ঠায় লড়াইতে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গের মহিলারা।
বহরমপুর ও রায়গঞ্জের ঘড়ি মোড়ে রাত দখলে মহিলারা। চিকিৎসক নার্স আইনজীবি, সাংষ্কৃতিক কর্মীদের একটাই দাবি " উই আর জাষ্টিস" আমাদের লড়তে হবে আমাদের জিততে হবে। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ।
মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ হত্যার প্রতিবাদে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র ধরা পড়ছে এই ছবি।
Comments :0