SUBRATA BHATTACHARYA

ফুটবল নিয়ে কথায় সোজা সাপটা সেই সুব্রত, (দেখুন ভিডিও)

খেলা

সুব্রত ভট্টাচার্য। কলকাতা ময়দান কাঁপিয়ে খেলেছেন দীর্ঘ সময়। মোহনবাগানের ‘ঘরের ছেলে’। কেবল ক্লাব নয় খেলেছেন সব স্তরে। উঠে এসেছেন কঠিন লড়াই করে, বহু বাধা ডিঙিয়ে। খেলা ছেড়ে দেওয়ার পরও রয়েছেন একই রকম, সোজা সাপটা। এই ভিডিও প্রতিবেদনে সুব্রত ভট্টাচার্য বলেছেন তাঁর জীবনের লড়াই নিয়ে। বলেছেন কলকাতা ফুটবল, ভারতীয় ফুটবল নিয়ে।


 

Comments :0

Login to leave a comment