SIR All Party

এসআইআর: সর্বদলীয় বৈঠক শুরু সিইও দপ্তরে

রাজ্য কলকাতা

নির্বাচন কমিশন দপ্তরে চলছে সর্বদলীয় বৈঠক।

রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর শুরু হলো সর্বদলীয় বৈঠক। বৈঠকে সিপিআই(এম) এর পক্ষ থেকে রয়েছেন সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, কল্লোল মজুমদার এবং পলাশ দাস।
তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ।
বিজেপির পক্ষ থেকে রয়েছেন, শিশির বাজোরিয়া এবং অরিজিৎ বক্সি।
কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, আশুতোষ চ্যাটার্জি, প্রসেনজিৎ বসু।
বৈঠকে আছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, অরবিন্দ নিয়োগী, দীপেন্দু দাস।

Comments :0

Login to leave a comment