কোচবিহার আদালতের মালগুদাম থেকে উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেট নিষ্ক্রিয় করল বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে কোচবিহার জেলা পুলিশ কর্তাদের পাশাপাশি পুলিশ বাহিনী এবং সিআইডি বোম স্কোয়াডের সদস্যদের উপস্থিতিতে কোচবিহার শহরের তোর্ষা নদীর বিসর্জন ঘাটে এই হ্যান্ড গ্রেনেটটি নিষ্ক্রিয় করা হয়।
কোচবিহার তোর্ষা নদীর চরে নিষ্ক্রিয় করা হচ্ছে হ্যান্ড গ্রেনেট।
সম্প্রতি কোচবিহার আদালত চত্বরের মাল গুদামে গাঁজা ভর্তি একটি পুরনো ব্যাগ থেকে উদ্ধার হয় একটি হ্যান্ড গ্রেনেট। বৃহস্পতিবার সকালে তা নিষ্ক্রিয় করতে যৌথ ভাবে প্রস্তুতি শুরু করে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের বোমা নিষ্ক্রিয়কারী দল সহ রাজ্য পুলিশ ও সিআইডি বোম স্কোয়াডের সদস্যরা। এদিন সকালে নিরাপত্তার বেষ্টনী করে কোচবিহার জেলা আদালত চত্বর থেকে উদ্ধার হওয়া এই হ্যান্ড গ্রেনেটটি নিয়ে যাওয়া হয় কোচবিহার শহরের তোর্ষা নদীর বিসর্জন ঘাটে।
এরপর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। নিরাপত্তার স্বার্থে এই তোর্ষা নদী সংলগ্ন বাঁধের রাস্তা কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনীর আধিকারিক, জওয়ান সহ পুলিশ সারা সকলকেই এলাকা থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। এরপরই সব রকম সাবধানতা অবলম্বন করে তোর্ষা নদীর বালির চরে নিষ্ক্রিয় করা হয় এই হ্যান্ড গ্রেনেটটি। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই স্বস্তি ফেরে প্রশাসনের।
Comments :0