INDIAN FLIGHTS BOMB THREAT

একদিনে বোমাতঙ্ক ২৪টি বিমানে

জাতীয়

কেবল রবিবারই ২৪টি বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হলো। গত সাত দিনে আরও ২০টি বিমান ঘিরে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়। তার একটিকে জরুরি অবতরণ করতে হয় কানাডায়। 
রবিবার পরপর হুমকির জেরে একটি বিমানের উড়ানপথ বদলাতে হয়। বেশ কয়েকটি বিমানে জরুরি পরিস্থিতি ঘোষণা করতে হয়। 
এদিন হুমকি এসেছে ‘এক্স’ প্ল্যাটফর্মে অজানা এবং আনভেরিফায়েড হ্যান্ডেল থেকে। গত শুক্র এবং শনিবারও ‘এক্স’ বা আগের ‘টুইটার’ হ্যান্ডেল থেকে এসেছিল হুমকি। তবে সেগুলি এসেছিল অন্য হ্যান্ডেল থেকে। অভিযোগের জেরে অনলাইন হুমকি বার্তা পরে সরিয়ে নেওয়া হয় এই প্ল্যাটফর্ম থেকে। 
গত সাতদিন ধরে পরপর যে হুমকি এসেছে তার সবই ভুয়ো। কোথাও বিমানে বোমার খোঁজ মেলেনি। কিন্তু সতর্কতা জারি রাখতে হয়েছে সর্বত্র। ফলে যাত্রায় বিঘ্ন ঘটেছে গুরুতর মাত্রায়। 
জানা গিয়েছে, রবিবার যে যে বিমানে বোমার হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে একটি দিল্লি-ফ্রাঙ্কফুর্ট গামী উড়ান। সেটিকে দিল্লিতে ফিরিয়ে আনতে হয়েছে। বিমানটি সে সময় পাকিস্তানের আকাশ ছেড়ে ফ্র্যাঙ্কফুর্টের দিকে উড়ছিল।

Comments :0

Login to leave a comment