Delhi politics

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করুক অতিশী আবেদন কেজরিওয়ালের

জাতীয়

কেজরিওয়ালের অনুপস্থিতিতে স্বাধীনতা দিবসে দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী। এই আবেদন জানিয়ে দিল্লির রাজ্যপালকে জেল থেকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

সোমবার ফের কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে জেলেই আছেন। লোকসভা নির্বাচনের সময় অন্তর্বর্তী জামিন পান তিনি।

কেজরিওয়ালের অনুপস্থিতিতে একাধিক বিষয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অতিশীকে। সম্প্রতি দিল্লিতে পানীয় জলের সঙ্কট মেটানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এবং হরিয়ানার রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল জল সরবরাহের জন্য। সেই দাবি না মানায় ২১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন অতিশী। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন তিনি। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল কে অতিশী কেজরিওয়ালের ডেপুটি করতে পারে আপ। কেজরিওয়ালের চিঠি সেই গুঞ্জন বাড়িয়ে দিল।

তবে আপের দাবি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়াও মুখ্যমন্ত্রীর মতো একই মামলায় জেলে। যার ফলে অতিশীর নাম প্রস্তাব করেছেন আপ প্রধান কেজরিওয়াল।

 

Comments :0

Login to leave a comment