Bangladesh Ilish

পুজোয় আসবে না পদ্মা নদীর ইলিশ!

রাজ্য

ফি বছর বাংলাদেশের হাসিনা সরকার উপহার হিসেবে এরাজ্যে অন্তত ৪ হাজার টন ইলিশ পাঠাতো। সরকার বদলের সাথে সাথে সেই উপহারে ইতি টানছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার!
বাংলাদেশের মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বাংলাদেশে সরকারি ভাবে ঘোষণা করেছেন ভারতে ইলিশ পাঠাতে পারবেন না। উপদেষ্টার সেই বক্তব্য স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পাইকারি মাছ ব্যবসায়ীরা বাংলাদেশের ইলিশের খবর ভালোই রাখেন। কোচবিহারের পাইকারি মাছ বিক্রেতা স্বদেশ সরকার বলেন,‘‘বাংলাদেশের ব্যবসায়ীদের থেকে খবর এসেছে পুজোয় ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেদেশের অন্তর্বতী সরকার। এখন যারা সরকার চালাচ্ছেন তারা ভারতে উপহার হিসেবে পুজোর আগে ইলিশ পাঠাতে একেবারেই আগ্রহী নয়। তাই আমরা ও পুজোর মরসুমে বাংলাদেশের ইলিশের আশায় না থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে ইলিশ আনার উদ্যোগ নিয়েছি।’’
সুতরাং পদ্মার ইলিশে রসনা তৃপ্তি আর হচ্ছে না বাঙালীর। মাছ ব্যবসায়ীরা বলছেন,  দুধের স্বাদ ঘোলে মেটাতে কোল্ড স্টোরেজের মজুত ইলিশই এখন ভরসা।
শিলিগুড়ি, কোচবিহার ফালাকাটার পাইকারি মাছ ব্যবসায়ীরা বলছেন, ডায়মন্ডহারবার, দিঘা ও ওড়িশা থেকেও এবারে অন্যবারের তুলনায় কম ইলিশ আসছে।
ব্যবসায়ীরা জানাচ্ছেন এরাজ্যের হিলি ও আগরতলা হয়ে জুলাই মাসে বেশ কিছু পরিমান হিমঘরের ইলিশ এসেছিল শেষবারের মত। সেই মাছ হাত ঘুরে উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এসেছিল। তবে সেই সময়ে যে দাম হাঁকা হয়েছিল সেটা ছিল মধ্যবিত্তের নাগালের বাইরে। ৯০০ থেকে ১ কেজি ওজনের মাছের দাম ছিল ২৩০০ থেকে ২৫০০ টাকা। জুলাই মাসে আসা সেই মাছ এখন আর নেই। এই মুহুর্তে বাজারে যে ইলিশ মিলছে সেসবই হিমঘরে রাখা ডায়মন্ডহারবার, দিঘা আর ওড়িশার ইলিশ।
উল্লেখ্য ২০১২ সাল থেকেই বাংলাদেশের মানুষের ইলিশের চাহিদা মাথায় রেখে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। শেখ হাসিনা সৌভাতৃত্ব বজায় রাখতে পুজোর আগে ইলিশ মাছ পাঠাতেন প্রতি বছর। তবে এবারে অক্টোবর- নভেম্বরে যে সেই উপহার আসছে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে ইলিশ না এলেও বাংলাদেশ থেকে ফুলবাড়ি সহ বেশ কয়েকটি সীমান্ত দিয়ে পাবদা মাছ আসছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতের যেসব জায়গায় ইলিশ মেলে সেখানেও এবারে ইলিশ সেভাবে উঠছে না। তাই বাজারে যেটুকু ইলিশ চোখে পড়বে তার দাম চড়া হবে বলেই জানিয়েছেন মাছের পাইকারি ব্যবসায়ীরা।

Comments :0

Login to leave a comment