Bangladesh chief justice

পদত্যাগ করলেন ওবায়দুল হাসান

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ শনিবার প্রধান বিচারপতির পদত্যাগের দাবি করেনন। শুধু প্রধান বিচারপতি নয় সব বিচারপতিকেই পদত্যাগ করার আল্টিমেটাম দেন মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের সদস্যের। একথাও বলা হয় প্রধান বিচারপতি যদি পদত্যাগ না করেন তাহলে তার বাসভবন ঘেরাও করা হবে। বাধ্য করা হবে তাকে পদত্যাগ করার জন্য। 
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর রাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এদিন সকাল থেকে সুপ্রিম কোর্টের সামনে আন্দোলনকারিরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা আওয়ামী লিগ ঘনিষ্ট।

Comments :0

Login to leave a comment