Bangladesh

বাংলাদেশে বাতিল ১৫ আগস্টের ছুটি

আন্তর্জাতিক

জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করার জন্য। বাললাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর সোমবার বিকেলে এই বিষয় প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করার পর ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
১৫ আগস্ট ১৯৭৫ সালে ধানমন্ডির বাসভবনে খুন হন তৎকালিন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা। সেই সময় বিদেশে থাকায় প্রাণে বাঁচেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। পরবর্তী সময় বাংলাদেশে আওয়ামী লিগের সরকার গঠিত হলে ওই দিন জাতীয় শোক দিবস হিসাবে ঘোষনা করা হয় এবং ওই দিন ছুটি ঘোষনা করা হয়। কিন্তু শেখ হাসিনার দেশ ছাড়া এবং আওয়ামী লিগ সরকারের পতনের পর দাবি ওঠে যে ওই দিনের ছুটি বাতিল করতে হবে। 
অন্যদিকে এদিন ঢাকা আদালতে আবু সাঈদ হত্যা মামলায় শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

Comments :0

Login to leave a comment