Bangladesh Parliament dismiss

সংসদ ভাঙলেন রাষ্ট্রপতি, মুক্ত খালেদা জিয়া

আন্তর্জাতিক

ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের সংসদ। অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে তা সহায়ক হবে বলে দাবি করছেন আন্দোলনকারীরা। ছাত্র বিক্ষোভের অন্যতম সমন্বায়ক আসিফ মাহমুদ জানিয়েছেন যে ছাত্রদের দেওয়া চরমসীমামান্য করা হয়েছে। 

সোমবার সংঘর্ষে প্রায় একশোজনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম। গত এক মাসের কিছু বেশি সময়ে দফায় দফায় বিক্ষোভ এবং সংঘর্ষে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে অনুমান বিভিন্ন অংশের। সোমবার মৃত্যুর তথ্য যদিও জানায়নি পুলিশ। 

মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে মুক্তি দেওয়া হয়েছে জেলবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে। 

এদিনই লুটপাট হামলা রুখে দেওয়ার আবেদন জানিয়ে রাস্তায় শামিল হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিন দুপুরে মিছিল ও সমাবেশ করেন। দেশ জুড়ে হিংসা, লুটপাট এবং সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ করেছেন তাঁরা। শামিল হন ছাত্রছাত্রীদের পাশাপাশি চলচ্চিত্রকর্মী, পরিবেশ আন্দোলনের কর্মীরাও। আন্দোলনরত ছাত্রছাত্রীদের কথা শোনার দাবিও তুলেছেন তাঁরা।

দিল্লি থেকে হাসিনা ব্রিটেনে যেতে পারেন। সেখানেই আশ্রয় নিতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার এর আগে বলেছেন যে ‌আশ্রয় প্রার্থীকে সেই দেশের কাছেই আবেদন জানানো উচিত যেখানে তিনি প্রথম পৌঁছেছেন। সংবাদমাধ্যমে ব্রিটেনে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা জানাচ্ছেন যে তাদের দেশে অনেকেই সুরক্ষা পেয়েছেন। তাদের দাবি আইনে এমন কোন উপায় নেই যে কাউকে আশ্রয় চাওয়ার জন্য ব্রিটেন আসায় অনুমতি দিতে হবে। এক কথায় হাসিনা বাংলাদেশ থেকে প্রথমে ভারতে আসে। যার ফলে ভারত থেকে ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদন করতে হবে তাকে আর তাতেই তৈরি হচ্ছে বাধা।

Comments :0

Login to leave a comment