Bangladesh

পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতিকে দেওয়া হলে আল্টিমেটাম

আন্তর্জাতিক

বেলা ১টার মধ্যে পদত্যাগ করতে হবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে। বাংলাদেশের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ এই কথা শনিবার বলেছেন। শুধু প্রধান বিচারপতি নয় সব বিচারপতিকেই পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের সদস্যের। 
ইতিমধ্যে বহু আন্দোলনকারি সুপ্রিম কোর্টের বাইরে জমায়েত হয়েছে বলে জানা গিয়েছে। আন্দোলনকারিদের অভিযোগ প্রধান বিচারপতি সহ বাকি বিচারপতিরা আওয়ামী লিগ ঘনিষ্ট। এদিন আন্দোলনকারিরা হুঁশিয়ারি দিয়েছে প্রধান বিচারপতি সহ বাকি বিচারপতিরা যদি পদত্যাগ না করে তবে তাদের বাসভবন ঘেরাও করা হবে, বাধ্য করা হবে পদত্যাগ করার জন্য। 
বৃহস্পতিবার ইউনুস শপথ নিয়ে জানিয়ে ছিলেন দেশের শান্তি ফিরে আসবে কিন্তু তা হয়নি। অশান্তি এখনও চলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। 
রাজধানীর ডেমরায় ওয়ার্ড যুবদলের নেতা সাইদ আহমেদকে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য সাইদ আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
জেলায় জেলায় সংখ্যালঘুদের ওপর এবং আওয়ামী লিগের সদস্যদের বাড়িতে চলছে হামলা।

Comments :0

Login to leave a comment