Suicide

অত্যাধিক কাজের চাপে এবার আত্মহত্যা মুম্বাইয়ে

জাতীয়

অত্যাধিক কাজের চাপে এবার আত্মহত্যার ঘটনা মুম্বাইয়ে। নিহত ব্যাক্তি এক বাজাজ ফিনান্স প্রাইভেট ব্যাংকের ডেপুটি ম্যানেজার। তাঁর স্ত্রীর অভিযোগ অমানুষিক কাজের চাপেই চূড়ান্ত পরিণতি বেছে নিতে বাধ্য হন তিনি। অটল বিহারী বাজপেয়ী ট্রান্স হারবার লিঙ্ক থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। জানা গেছে ৪০ বছর বয়সি ওই ব্যাক্তি কলকাতার বাসিন্দা হলেও কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ে থাকতেন। দীর্ঘদিন ধরেই কর্মস্থলের অত্যাধিক কাজের চাপে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার তিনি আত্মহত্যা করেন। পুলিশ ও দমকল এসেও তাঁর দেহ উদ্দার করতে পারেনি ভাঁটার কারণে। মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। জানা গেছে প্রতিদিনকার মতো সোমবার সকালে অফিস যাওয়ার নাম করে বেরোন তিনি। এরপরে সকাল ১০টা নাগাদ মুম্বাই পুলিশের সদর দপ্তরে ফোন আসে অটল সেতুতে গাড়ি দাঁড় করিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছে এক ব্যাক্তি। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রোহিত খোট বলেছেন, গাড়ির মালিকের বিশদ বিবরণ, যেমন তার নাম, ঠিকানা কর্মক্ষেত্র এবং মোবাইল নম্বর, আঞ্চলিক পরিবহণ অফিসের সাহায্যে সংগ্রহ করা হয়। তারপরই সব নিশ্চিত হওয়া গেছে। তাঁর স্ত্রী জানিয়েছে গত দু’মাস ধরে ‘টার্গেট’ পূরণের জন্য অপমান এবং মানসিক চাপ দেোয়া হচ্ছিল অফিসের তরফে। টার্গেট না পূরণ করলে বেতন কাটার হুমকিও দেওয়া হচ্ছিল।

Comments :0

Login to leave a comment