অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামছেন নীরজ চোপড়া । গত অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি। একমাত্র অভিনব বিন্দ্রা ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন। টোকিও অলিম্পিকের পর এইবারও প্যারিসে জ্যাভেলিনে সোনা জিতে ইতিহাস সৃষ্টির পথে নীরজ চোপড়া। তার ইভেন্ট শুরু রাত ১১ : ৫৫ থেকে ।
এছাড়াও , আজ ব্রোঞ্জ জয়ের উদ্দেশ্যে নামছে ভারতীয় হকি দল। গত ম্যাচে জার্মানির কাছে হেরে শেষ হয়েছে সোনা ও রূপো জয়ের আশা । তাই আজ স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জিততে মরিয়া সৃজেশ - হরমনপ্রিতরা । হকির ইভেন্ট শুরু বিকেল ৫ : ৩০ থেকে ।
অলিম্পিকে মহিলাদের ৪৯ কেজির ভারত্তোলনে সেই চতুর্থ স্থান পেলেন মীরাবাই। টোকিও অলিম্পিকে ভারতকে পদক জেতানো মীরা । তৃতীয় প্রতিযোগী ব্রোঞ্জজয়ীর থেকে ১ কেজি ওজন কম তুললেন তিনি । ১৯৯ কেজি ওজন তুলেছিলেন মীরাবাই।
আচমকা অবসরের ঘোষণা করেন বিনেশ ফোগট। অনবদ্য লড়াই চালিয়ে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও নামতে পারেননি ইভেন্টে। মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় বাদ পড়েছিলেন ৫০ কেজির রেসলিং ইভেন্টের ফাইনাল থেকে । এরপর অবসর ঘোষণা করে দেন বিনেশ।
Neeraj Chopra
সোনা জয়ের লক্ষ্যে আজ নীরজ
×
Comments :0