Bikash Bhattacharya

ধর্ষণকে প্রশয় দিচ্ছে দুই শাসকদল, ফারাক্কায় বিকাশ ভট্টাচার্য

রাজ্য জেলা

সোমবার ফারাক্কায় নেতাজী ময়দানে কো-অর্জিনেশন কমিটি অব সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ-র দ্বাদশ দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘ধর্ষণকে প্রশয় দিচ্ছে বিজেপি, তৃণমূল দুই দল। এই দুই দলই চালাচ্ছে দেশের আর রাজ্যের সরকার। সব মানুষকে ঐক্যবদ্ধ করে সরকার বদলাতে হবে। নতুন দেশ, নতুন সমাজ গড়তে হবে।’’  থেকে এই আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য। 
সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল কোন অর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সেক্রেটারি জেনারেল কে রাঘবেন্দ্রন। তিনি কেন্দ্রীয় সরকারের পেনশন ব্যবস্থার উপর আক্রমণের তীব বিরোধিতা করেন এবং জনগনের সাথে শোষন বঞ্চনার বিরুদ্ধে পেনশনারদেরও এগিয়ে আসার আবেদন করেন। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ পেনশনার্স আন্দোলনের যুক্তমন্টের সাধারন সম্পাদক রূপক কুমার মুখোপাধ্যায়, কেন্দ্রীয় সরকারি কর্মচারী কনফেভারেশন-এর অন্যতম নেতৃত্ব অরূপ চ্যাটার্জি প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন মানব সেনশর্ম, অশোক কান্তি ঘোষ, সুমিত্রা গোস্বামী  ও কুমার দেব বন্দ্যোপাধ্যায় কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী। 
এদিন ফারাক্কায় প্রকাশ্য সমাবেশের মুখ্য বক্তা ছিলেন সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের নেতা জামির মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক পুরঞ্জয় লাহিড়ী প্রমুখ। সম্মেলনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, শূন্যপদ পূরনের দাবিতে, বেকারীর বিরুদ্ধে, সামাজিক সুরক্ষার দাবিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নেতৃবৃন্দ জানান। সম্মেলন ২৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে।


এদিন সমাবেশ থেকেই রাজ্যের জুনিয়ার ডাক্তারদের দাবির সমর্থনে স্বাক্ষর সংগ্রহ হয়েছে।  সমাবেশে বিকাশ ভট্টাচার্য বলেন, যারা হিন্দু মুসলমান বিরোধ তৈরীর চেষ্টা করছে। তারা সব থেকে বড় অপরাধী। ভারতের নাগরিক হিসেবে পেনশনার্সদের পরামর্শ নিয়ে তরুণরা নতুন পথে এগিয়ে যাবে। সকলে মিলে নতুন দেশ গড়তে হবে যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবে।
সম্প্রতি ফারাক্কায় এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় সামনে এসেছে পুলিশ প্রশাসনের নক্ক্যারজনক ছবি। ধর্ষণের ঘটনা আড়াক করার চেষ্টা করে পুলিশ প্রশাসন। এদিন সেই প্রসঙ্গ টেনে বিকাশ ভট্টাচার্য বলেন, শুধু ফারাক্কা নয়। দেশজুড়ে নারী, শিশুদের ধর্ষণ, যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি মনে করিয়ে দিয়েছেন বিলকিস বানোর ধর্ষণকারীদের বিজেপি, আরএসএস মালা পরিয়েছে। ধর্ষণের সংস্কৃতিকে বাহবা দিয়েছে। অন্যদিকে ফারাক্কায় পুলিশ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রাজ্যে মমতা ব্যানার্জির সরকার ধর্ষণকে ছোট্ট ঘটনা, বাচ্ছাদের কান্ড বলে দাগিয়ে দিয়েছে। ধর্ষণের ক্ষতিপূরণে বিভিন্ন রকমের অর্থ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সাজার প্রক্রিয়া, পুলিশে তদন্ত বিলম্বিত হয়েছে। এতে ধর্ষকরাই উল্লাসিত হয়েছে। ধর্ষকরা প্রশ্রয় পেয়েছে। বিকাশ ভট্টাচার্য বলেছেন, দুই শাসক দলই ধর্ষণের সংস্কৃতির পক্ষে দাঁড়িয়েছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এদিন সভা পরিচালনা করেন মানব সেনশর্ম। সমাবেশের মঞ্চ থেকে বিকাশ ভট্টাচার্যের হাতে পেনশনারদের দাবি সনদ তুলে দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment