বাড়ির চারপাশ পরিস্কার রাখার জন্য আবর্জনা পরিস্কার করছিলেন এক মহিলা। আবর্জনার মধ্যে ছিল বোমা। সেটি ফেটে আহত হলেন শামসুন্নাহার বিবি(৩৪) নামে এক মহিলা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার মোটা বরগাছি গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে ওই মহিলা নিজের বাড়ির পাশে কিছু ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিল। সেই সময় ওই আবর্জনার মধ্যে থাকা একটি বোমা ফেটে যায়। গুরুতর আহত তিনি। বোমার শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। তাঁকে উদ্ধার করে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নাকাশিপাড়ার মোটা বরগাছি এলাকায় নিজের বাড়ির চারপাশে আবর্জনা পরিষ্কার করছিলেন শামসুন্নাহার বিবি সেসময়ই এই দুর্ঘটনটি ঘটে। গোটা ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এভাবেই গ্রামের মধ্যে বোমা মজুত করে রাখার ঘটনায় হতবাক তারা। ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। কীভাবে সেখানে বোমা এলো তার তদন্ত শুরু হয়েছে।
Bomb Explosion Nadia
নাকাশিপাড়ায় বোমা ফেটে জখম মহিলা
×
Comments :0