BUDDHADEV BHATTACHARYA

সিপিআই(এম) রাজ্য দপ্তর থেকে বেরোল বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ

রাজ্য

ঠিক বেলা ৩:৩০, সিপিআই(এম) এর রাজ্য দপ্তর থেকে শেষ বারের মতো মুজফফর আহমেদ ভবন থেকে বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দলীয় কর্মীদের স্লোগান, চোখের জলকে সঙ্গী করে বেরোলেন তিনি।

মিছিলের সামনে হাঁটছেন ছাত্র যুবরা। সেই ব্যানারে লেখা, ‘‘সামনে লড়াই তৈরি হও’’ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ থেকে এই স্লোগান দিয়েছিলেন বুদ্ধেদব ভট্টাচার্য। ছাত্র যুবদের পিছনে পা মিলিয়েছেন সিপিআই(এম) প্রবীন নেতা বিমান বসু, হান্নান মোল্লা, পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মহম্মদ সেলিম, নীলৎপল বসু, এম এ বেবি, তপন সেন, মানিক সরকার, রাম চন্দ্র ডোম, সূর্যকান্ত মিশ্র, 

আলিমুদ্দিন স্ট্রিটের গোলি থেকে শববাহি শকটকে বের করতে বেশ সময় লাগে। গোটা রাস্তার দখল নিয়েছেন মানুষ। তাদের হাতে মালা, ফুল, গলায় বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি দেওয়া পোস্টার। অনেকের চোখেই জল। প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে গোটা রাস্তায়।

Comments :0

Login to leave a comment