উল্লেখ্য ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রথমে কলকাতা পুলিশ বিষয়টি তদন্ত করলেও হাইকোর্টের নির্দেশে গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই। পরিবারের অভিযোগ কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কোন সহযোগীতা করা হয়নি। নির্যাতীতার মা অভিযোগ করেছেন যে তারাতারি করে তদন্ত শেষ করে দিতে চেয়েছিল কলকাতা পুলিশ।
৯ আগস্ট নির্যাতীতার পরিবারের সাথে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন সঠিক তদন্ত করার। তারপর তার পরিবারের সাথে দেখাও করেন তিনি। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতীতার বাবা মা জানিয়েছেন সেদিন মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনারকে পাশে বসিয়ে পরিবারকে ক্ষতিপুরন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু পরিবার সরকারের সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তারা স্পষ্ট জানায় যে তারা বিচার চায়।
Comments :0