অরুণ গোয়েলকে নিয়োগের কাগজপত্র কেন্দ্রের কাছে চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনে গোয়েলকে তৃতীয় কমিশনার হিসেবে নিয়োগ করে কেন্দ্র। নভেম্বরের শেষে এই নিয়োগের পরই শুরু হয় বিতর্ক। সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা।
শীর্ষ আদালতও প্রশ্ন তোলে নিয়োগে। একই দিনে প্রধানমন্ত্রী চূড়ান্ত নাম স্থির করেছেন। তার আগে ওইদিনই চারজনের সম্ভাব্য নামের তালিকা তৈরি হয়েছে এবং আইন মন্ত্রক গোয়েলকে বেছে নিয়েছে।
তাড়াহুড়োয় কিছু ভুল হয়নি তো। এই প্রশ্ন তুলে নিয়োগ সংক্রান্ত ফাইল তলব করেছে সুপ্রিম কোর্ট।
Comments :0