কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণা হবার পরই সোমবার সন্ধ্যায় কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পেটলা বাজারে এলাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন বামফ্রন্ট মনোনিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা। এদিন বামফ্রন্টের কর্মী সভার পর এই নির্বাচনী প্রচারে বের হন প্রার্থী। ছিলেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, সিপিআই(এম) নেতা প্রবীর পাল, ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর, দীপক সরকার, আব্দুর রউফ প্রমূখ।
এদিন বামফ্রন্ট প্রার্থীর প্রচারে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বামফ্রন্ট প্রার্থী অরুণ কুমার বর্মা বলেন, ‘‘সন্ত্রাসমুক্ত আবহে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট হলে, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে এই কেন্দ্রে বামফ্রন্টের জয় অবশ্যম্ভাবী। কারণ তৃণমূলের সন্ত্রাস এবং দুর্নীতিতে বিতশ্রদ্ধ এই বিধানসভা এলাকার সাধারণ মানুষ। এখানে গণতন্ত্রের কন্ঠরোধ করে রাখা হয়েছে। আর বিভেদকামী শক্তি বিজেপির প্রতি মোহ কেটে গিয়েছে সাধারণ মানুষের। তাই রাজ্য বিধানসভায় বামপন্থীদের কন্ঠ পৌঁছে দিতে এই বিধানসভা এলাকার সাধারণ মানুষ সুযোগের অপেক্ষায় রয়েছেন।’’
আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মননিত আরএসপি প্রার্থী পদ্ম ওরাঁও। মাদারিহাট বিধান সভার উপ-নির্বাচনকে সামনে রেখে বাম ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত হয় বিরপাড়া শহরের জুবলী ক্লাবে।
এই নির্বাচনে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লক এবং জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ভোটাররা অংশগ্রহণ করবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই কেন্দ্রে পুরুষের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশী। আলিপুরদুয়ার জেলার ১৯ এবং জলপাইগুড়ি জেলার ৫টি চা বাগানের শ্রমিকরা ভোটে অংশগ্রহণ করবেন। ২২৩ টি এবং সহায়ক বুথ ৩ টি মোট ২২৬ টি বুথে মোট ভোটার ২,২০,১০১ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১১ হাজার ৮৪৩ এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৮হাজার ২৫৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে ২৭১টি পোলিং বুথ এবং ৫২টি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের অন্তর্ভুক্ত। ১২৯টি একক বুথ এবং ৩৯টি ডবল বুথ রয়েছে, ৫টি ট্রিপল বুথ রয়েছে। ৭৬৬ জন ভোটার যাদের বয়স ৮৫ বছরের বেশি, এর বাইরে ১ হাজার ৫৪৫ জন প্রতিবন্ধী ভোটার রয়েছেন। উল্লেখ্য টোটোপাড়ায় ৫ টি বুথে ভোট গ্রহণ হবে।
এদিন কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআই(এম) জেলা সম্পাদক কিশোর দাস, আরএসপি রাজ্য নেতা রাজীব ব্যানার্জি, সিপিআই(এম) নেতা বিকাশ মাহালী, আরএসপি মহিলা নেত্রী মিলি ওরাওঁ, জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের নেতা তিলক ছেত্রী, জয়ন্ত চিক বরাইক, আরএসপি জেলা সম্পাদক সুব্রত রায়, রুপক সেনগুপ্ত প্রমুখ।
Left Front Campaign
নাম ঘোষণা হতেই সিতাই কেন্দ্রে প্রচারে নামলেন বামফ্রন্ট প্রার্থী
×
Comments :0