দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসে একটি জিমের বাইরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত নাদির শাহকে লক্ষ্য করে ১১টি গুলি চালায় আততায়ী। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার।
হত্যাকাণ্ডের আগে প্রায় এক ঘণ্টা নজরদারি চালায় আততায়ী। জিমের আশেপাশে ঘুরে বেড়ায় এবং সুযোগ পাওয়া মাত্রই নাদিরকে হত্যা করে।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ সহযোগী গ্যাংস্টার রোহিত গোদারার নামে অভিযোগ করা হয়। চলতি মাসের শুরুতে কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপে পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার দায়ও স্বীকার করেছিলেন গোদারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জিমের কাছে প্রায় ১০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। সূত্রের খবর, নাদির শাহের অপরাধের ইতিহাস রয়েছে এবং পুলিশ সন্দেহ করছে যে এই হামলার সঙ্গে ওই এলাকায় চলতে তাকা গ্যাং ওয়ারের যোগসূত্র থাকতে পারে।
রোহিত গোদারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সে গত দুই-তিন বছর ধরে বিদেশে লুকিয়ে আছে এবং সেখান থেকেই তার গ্যাং পরিচালনা করে।
Comments :0