RG Kar Student Death

মৃতার ডায়রির বেশ কয়েকটি পাতা উধাও, দাবি পড়ুয়ার

রাজ্য

আরজি করের মৃত ডাক্তারি পড়ুয়ার ডায়রির কয়েকটি পাতা ছেঁড়া বলে অভিযোগ করলেন তার বাবা। তার কথায় প্রতিদিন ওই পড়ুয়া ডায়রি লিখতেন। গোটা দিন তার সাথে কি হয়েছে, তা তিনি লিখে রাখতেন পরিবারের সদস্যদের সাথেও তা ভাগ করে নিতেন। কিন্তু গত ৯ আগস্টের পর দেখা যায় যে তার ডায়রির কয়েকটি পাতা নেই। গোটা বিষয়টি সিবিআইকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। 

নিহত ডাক্তারি পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে বার বার কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কোন ভাবে তাদের সহযোগীতা করেননি। বিনীত গোয়েলকেও সিবিআই তদন্তের আওতায় আনার দাবি করেছেন মৃত পড়ুয়ারা বাবা ও মা। তাদের দাবি বিষয়টি তারাতারি মিটিয়ে দিতে চেয়েছিল কলকাতার পুলিশ কমিশনার।

নির্যাতীতার মা বলেন, ‘‘যারা কণ্যাশ্রী, লক্ষীর ভান্ডার নিচ্ছেন তাদের ভেবে দেখা উচিত যে তাদের লক্ষী সুরক্ষিত কি না। রাজ্যবাসীর কাছে আমার এই আবেদন।’’

আরজি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য। আর এই পরিস্থিতিতে এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদের বাড়ি যেমন পুলিশ হানা দিচ্ছে গ্রেপ্তার দিচ্ছে তেমনই সাধারণ মানুষ, চিকিৎসকদেরও সমন করা হচ্ছে। সরকারের এই সব পদক্ষেপেরও সমালোচনা করেছেন নির্যাতীতার বাবা মা। তাদের কথায় প্রতিবাদী কন্ঠস্বর দমিয়ে রাখতে চাইছে সরকার। 

Comments :0

Login to leave a comment