kolkata metro

দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত বন্ধ মেট্রো

কলকাতা

লাইনে সমস্যার কারণে বেলা ১২টা থেকে বন্ধ মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের মধ্যে লাইনের সমস্যা দেখা দেওয়ায় বন্ধ রাখার হয়েছে মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, বুধবার সাড়ে ১২টার পর গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী স্টেশনের মধ্যে লাইনে সমস্যা ধরা পড়ে। তারপরই বন্ধ করে দেওয়া হয় আপ এবং ডাউন লাইন। 
মেট্রো বন্ধ হয়ে যাওয়া রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ সহ একাধিক রাস্তায় জ্যাম। ভোগান্তি যাত্রীদের। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ভাবে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ট্রেন। দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

Comments :0

Login to leave a comment