ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ২০তম রাজ্য সম্মেলন উপলক্ষে লোগো প্রকাশ করলেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র। বৃহস্পতিবার ডিওয়াইএফআই এসএফআই’এর রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনের সম্মেলনের লোগো প্রকাশ করা হয়।
আগামী ২১ – ২৩ জুন রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে কমরেড মানব মুখার্জি, তরুণ মজুমদার মঞ্চ (রবীন্দ্র সদন) ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং মৃণাল সেন নগর (বহরমপুর)।
মীনাক্ষী মুখার্জি বলেন, রাজ্য সম্মেলনের এই লোগো কেমন হবে তার জন্য একটা প্রতিযোগীতা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মেইল করে লোগো পাঠিয়েছেন। ওই সব গুলোর মধ্যে থেকে বর্তমান পরিস্থিতি বিচার করে লোগো নির্বান করা হয়েছে।
বাদশা মৈত্র বলেন, এই সম্মেলন প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যে সংগঠনের অভ্যন্তরে কতটা গণতন্ত্র রয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে কাজের দাবি জোরদার হচ্ছে। বৈষম্য বাড়ছে। কাজের স্থায়ীত্ব নেই, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীদের হাতে বিপুল টাকা। এর বিরুদ্ধে লড়াই, লোকের চাকরি চলে যাচ্ছে। যারা পরীক্ষা নিচ্ছেন তারা বলতে পারছে না কে যোগ্য আর কে অযোগ্য। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমাদের।
Comments :0