EAST BENGAL

ইস্টবেঙ্গলের সামনে আজ এশিয়ান চ্যালেঞ্জ

খেলা

EAST BENGAL AFC CUP BENGALI NEWS

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর প্লে অফের ম্যাচে বুধবার তুর্কমেনিস্তানের দল আল্টিন আসরের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭ টা থেকে।

প্রায় ৯ বছর পর এএফসি’র কোনও টুর্নামেন্টে খেলতে নামবে ইস্টবেঙ্গল। ২০১২ তে ট্রেভর মর্গা‌নের ইস্টবেঙ্গল উঠেছিল তৎকালীন এএফসি কাপের সেমিফাইনাল অবধি। চলতি মরশুমে  ডিয়ামেন্টাকোস, মাদি তালালদের মতো ফুটবলারদের সই করিয়ে দলকে বেশ শক্তিশালী করে তুলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।  আজকের লড়ায় জিতলে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে পৌঁছে যাবে লাল হলুদ। প্রসঙ্গত, এশিয়ার অন্যতম সেরা ১৬টি ক্লাবকে নিয়ে এই প্রতিযোগিতা চলবে।

তুর্কমেনিস্তানের দল আল্টিন গত মরশুমে তাদের দেশের লিগে দ্বিতীয় হয়েছিল। ২০১৮ সালে এএফসি কাপে রানার্স হয়েছিল তারা। এছাড়াও রেকর্ড  ৮ বার তারা তুর্কমেনিস্তানের লিগ ও ৫ বার তুর্কমেনিস্তান কাপ জিতেছে । বেশ শক্তিশালী এই দলটিকে তাই হালকা ভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক । আল্টিনের কোচ ইয়াজগুলিও যথেষ্ট পড়াশোনা করে এসেছেন ইস্টবেঙ্গলকে নিয়ে । ফিজিকাল ফুটবলেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে  বাজিমাত করতে চান তিনি ।

Comments :0

Login to leave a comment