Gujarat Resignation

মুখ্যমন্ত্রী বাদে সব মন্ত্রীর পদত্যাগ গুজরাটে

জাতীয়

রাজ্য মন্ত্রিসভায় রদবদল শুক্রবার। তার আগে, বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী বাদে সব মন্ত্রী পদত্যাগ করলেন গুজরাটে। 
গুজরাটে নতুন দফায় রদবদলে পুরনো মন্ত্রীদের সাত থেকে দশ জনকে ফের দেওয়া হতে পারে দায়িত্ব। বাকিদের জায়গায় আনা হচ্ছে নতুন মুখ। বিজেপি’র কেন্দ্রীয় স্তর থেকে পরিকল্পনার জেরে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অমিত শাহ, নরেন্দ্র মোদীর রাজ্যে এমন ব্যাপক রদবদল নজর টেনেছে সাড়া দেশের। রাজ্যে বিরোধী কংগ্রেস এবং আম আদমি পার্টির সক্রিয়তা কারণ কতটা খুঁজে দেখছে বিভিন্ন অংশ। 
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। শুক্রবার মন্ত্রিসভায় ২৬ মন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন তিনি। ১৬ মন্ত্রীকে নিয়ে চলছিল তাঁর মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বৃহস্পতিবার দেখা করে রাজ্যপালকে সব পদত্যাগ পত্র তুলে দেবেন। 

Comments :0

Login to leave a comment