DELHI MUNICIPAL CORPORATION POLLS

দিল্লি কর্পোরেশনের ভোট সমীক্ষায় এগিয়ে আপ

জাতীয়

MCD POLLS BJP AAP CONG INDIAN POLITICS দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদর দপ্তর

৪৮ ঘন্টার মধ্যেই সামনে আসতে চলেছে দিল্লি কর্পোরেশন বা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি( এমসিডি)’র নির্বাচনের ফলাফল। কিন্তু তার আগে একাধিক বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলের ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, দীর্ঘ ১০ বছর পরে এমসিডি’র ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। 

৪৮ ঘন্টার মধ্যেই সামনে আসতে চলেছে দিল্লি কর্পোরেশন বা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি( এমসিডি)’র নির্বাচনের ফলাফল। কিন্তু তার আগে একাধিক বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলের ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, দীর্ঘ ১০ বছর পরে এমসিডি’র ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। 

আজতক-অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার করা সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৬৯-৯১টি আসন, আম আদমি পার্টি পেতে পারে ১৪৯ থেকে ১৭১টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৩-৭টি আসন। টাইমস্‌ নাও-ইটিজি’র সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে ৮৪-৯৪টি আসন, আপ পেতে পারে ১৪৬-১৫৬টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৬-১০টি আসন। অপরদিকে এনডিটিভি’র ‘পোল অফ পোলস্‌’ সমীক্ষা অনুযায়ী, বিজেপি জিততে পারে ৮৪ আসনে, আপের জয়ের সম্ভাবনা রয়েছে ১৫৫ আসনে এবং কংগ্রেস প্রার্থীরা জিততে পারেন ৭টি আসনে। 

প্রসঙ্গত, এর আগে দিল্লিতে মোট ৩টি কর্পোরেশন ছিল। সেই ৩টি কর্পোরেশনকে একত্রিত করে এমসিডি গঠন করা হয়েছে। এতদিন এই ৩টি কর্পোরেশনেই ক্ষমতায় ছিল বিজেপি। নিজেদের ক্ষমতা ধরে রাখতে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপায় বিজেপি। এমসিডিতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালান বিজেপি’র ১৪জন কেন্দ্রীয় মন্ত্রী। এই জাতীয় ভোট পরবর্তী সমীক্ষা যদিও অনেক ক্ষেত্রেই বাস্তবের সঙ্গে মেলেনা। 

 

Comments :0

Login to leave a comment