Garia Fire

গড়িয়ার একটি বাড়িতে আগুন

রাজ্য

Garia Fire

সোমবার আগুন লাগল গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি বাড়িতে। এদিন ভোর সাড়ে ৫টা পৌনে ছটা নাগাদ হঠাৎই ওই বাড়িটিতে আগুন লাগার ঘটনা দেখতে পান স্থানীয়রা। তারাই খবর দেন দমকল ও পুলিশকে। 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন। দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে যায় বাড়ির কিছুটা অংশ। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশের বাড়ির ছাদ থেকে ওই বাড়িটিতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন দমকল কর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় মানুষও।

 

 


স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে ওই বাড়িতে একটি স্পিকার তৈরির কারখানা রয়েছে। সেখানে মজুদ করা ছিল স্পিকারগুলি।  কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন যাতে আশেপাশে বাড়ি গুলিতে না ছড়িয়ে পড়ে সেই চেষ্টাই করছেন দমকলকর্মীরা।

 


এখনো পকেট ফায়ার রয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে
যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। যদিও এই অগ্নিকান্ডে কোনও হতাহতের ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

Comments :0

Login to leave a comment