Fire

ফের কলকাতায় আগুন

কলকাতা

প্রিন্স আনওয়ার শাহ রোডের বেআইনি হোটেলে আগুন। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি গেস্ট হাউসে আগুন লাগে। বহুতলের ছাদের ওপরে থাকা গেস্ট হাউসে আগুন লেগেছে। বহুতলে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা গিয়েছে।
যেই জায়গায় আগুন লেগেছে সেটা অস্থায়ী। গ্রিল দিয়ে ঘিরে চারদিক ঘিরে ব্যবহার করা হতো ছাদ, জানাচ্ছেন বাসিন্দারা। ওখানে কয়েকজন থাকতেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার আগুন লাগায় সব কিছু পুড়ে গিয়েছে, বেড়িয়ে এসেছে লোহার কাঠামো। উল্লেখ্য পৌরসভার নিয়ম অনুযায়ী ছাদে কোন ভাবে কোন কাঠামো তৈরি করা যাবে না। কি ভাবে এই কাঠামো হলো এবং দিনের পর দিন থাকলো তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেবানোর চেষ্টা করেন। তারাই দমকলে খবর দেন। দমকলের তিনটি ইজ্ঞিন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর বহুতলের ভিতরে যারা ছিলেন, তাদের উদ্ধার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment