Mohun Bagan ratna

মোহনবাগান রত্ন পাবেন গৌতম সরকার

খেলা

 আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। ওই দিন মোহনবাগান রত্ন পাচ্ছেন গৌতম সরকার। যিনি ভারতীয় ফুটবলের মানচিত্রে ‘বেকেনবাওয়ার’ নামে পরিচিত। ১৯৭৭ সালে মোহনবাগানে যোগ দিয়েছিলেন তিনি। খেলেছেন ১৯৮৩ সাল অবধি। নিউ ইয়র্ক কসমসের বিরুদ্ধে একটি প্রদশর্নী ম্যাচে পেলেকে ম্যানমার্কিং করে, চিরস্মরণীয় হয়ে আছেন গৌতম সরকার। 
এবার জীবনকৃতি সম্মান পাচ্ছেন শঙ্কর ব্যানার্জি। সিনিয়র সেরা ফুটবলার (শিবদাস ভাদুড়ী পুরস্কার) পাচ্ছেন বিশাল কেইথ। সেরা স্ট্রাইকার (সুভাষ ভৌমিক পুরস্কার) পাচ্ছেন দিমিত্রি পেত্রাটোস। সেরা ক্রিকেটার (অরুণ লাল পুরস্কার) পাবেন অর্ণব নন্দী। সেরা অ্যাথলিট (প্রণব ব্যানার্জি) পুরস্কার মোহর মুখার্জি। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঠবে এঙ্গসন সিংয়ের হাতে। সেরা হকি খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হবেন নীতীশ নিউপানে।
 

Comments :0

Login to leave a comment