শেখ হাসিনা আপাতত কয়েক দিন দিল্লিতেই থাকবেন বলে জানালেন তার ছেলে জয়। বুধবার জার্মানির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, ‘‘মা কোথায় যাবেন তা নিয়ে বিভিন্ন খবর সামনে আসছে। আমি জানাতে চাই আপাতত মা দিল্লিতে থাকবেন। বোন তার সাথে সেখানেই আছে। তিনি একা নেই।’’
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে জয় থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মেয়ে পুতুল থাকেন দিল্লিতে।
কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি যোদ্ধার পরিবারের সদস্যদের জন্য কোটা বাতিল হয়ে গেলোও নয় দফা দাবিকে সামনে রেখে চলতে থাকে আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনের চেহারা নেয়। শুরু হয় অসহযোগ আন্দোলন। শতাধিক মানুষ প্রাণ হারায়।
সোমাবার এই পরিস্থিতিতে পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর তিনি চলে আসেন ভারতে। হাসিনার ছেলে জানিয়েছেন তার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে হাসিনা যে ভারত থেকে অন্য কোথায় যাবেন তা এখনও স্পষ্ট নয়। জয় জানিয়েছেন এই বিষয় তার সাথে তার মায়ের কোন কথা হয়নি। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হাসিনার পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য তাকে তারা সময় দিতে চান।
Comments :0