আরজি কর কান্ডে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। তৃণমূল ঘনিষ্ট প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার বেলা ৩টের মধ্যে ছুটিতে যাওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, বেলা ৩টের মধ্যে অধ্যক্ষ যদি স্বেচ্ছাব ছুটিতে না যায় তাহলে আদালত নির্দেশ দেবে ছুটিতে যাওয়ার। তার সাথে প্রশ্ন উঠলো পুলিশের ভূমিকা নিয়েও
সোমবার সন্দীপ ঘোষ জানান তিনি আর সরকারি চাকরি করবেন না। আরজি করের ধ্যক্ষের পদ থেকে ইস্তফাও দেন। তারপরই বিকেলে তাকে কলকাতা ন্যাশেনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। সন্দীপের ইস্তফা কেন গ্রহন করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠে শুরু করেছে।
আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এদিন সেই সব মামলাকে এক করে শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন প্রথমে কেন এই ঘটনাকে পুলিশের পক্ষ থেকে আত্মহত্যা বলে দাবি করা হয়। যদিও সরকার পক্ষের আইনজীবী এই নিয়ে কোন উত্তর দিতে পারেননি। সরকারি আইনজীবী জানান একাধিক ব্যাক্তিকে জেরা হয়েছে। কয়েকদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে আদালতের কাছে। প্রধান বিচারপতি এদিনই কেস ডায়রি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
High Court
সন্দীপকে ছুটিতে যাওয়ার নির্দেশ হাইকোর্টের
×
Comments :0