বুধবার রাতে আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে পুলিশকে ভর্ৎসনা করলো হাইকোর্ট। এদিন আরজি কর মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের কাছে জানতে চান যে সেদিনের ঘটনার আগে এই জমায়েতের কোন খবর পুলিশের কাছে ছিল কি না? প্রধান বিচারপতি স্পষ্ট বলেন রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। আদালতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে কেন সেদিন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি পুলিশের পক্ষ থেকে।
বুধবার রাতে যখন গোটা রাজ্যের মহিলারা আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে যখন প্রতিবাদ জানাচ্ছেন সেই সময় একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয় হাসপাতাল চত্বরে। ভেঙে দেওয়া হয় ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ।
এদিন আদালতে পুলিশ জানায় যে প্রায় সাত হাজার দুষ্কৃতী হাসপাতালের ভিতর ভাঙচুর চালায়। আদালতের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হয় যে, এতো লোক যখন আরজি করের দিকে আসছিল তখন পুলিশ কি করছিল? তাদের ইন্টালিজেন্স বিভাগের কাছে এই বিষয় সংক্রান্ত কোন খবর ছিল না? পুলিশ এই বিষয় কোন উত্তর দিতে পারেনি।
এর পাশাপাশি হাইকোর্ট এদিন আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের কাছে প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে হলফনামা চেয়ে জানতে চাওয়া হয়েছে কেন সিবিআই তদন্তের রায় দেওয়ার পর সেমিনার রুম ভাঙা হয়েছে।
১৩ আগস্ট রাতে যখন ওই সেমিনার রুম যেখানে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে তা ভাঙার খবর সামনে আসে সেই সময় হাসপাতালে ঢুকে সেমিনার রুম ভাঙা আটকায় এসএফআই এবং ডিওয়াইএফআই।
High court
আরজি করে হামলা ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য
×
Comments :0