উচ্চ-মাধ্যমিকে যুগ্ম প্রথম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ঋতম বল্লভ এবং অদিত্য নারায়ন জানা। দুজনেই পেয়েছে ৯৮.৯৭ শতাংশ নম্বর। শুক্রবার প্রকাশিত হলো উচ্চ-মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এবারে তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ। এবছর প্রথম সেমিস্টারে এবং ওএমআর শিটে হলো উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। ৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল পরীক্ষা। 
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ১ লক্ষ ১১ হাজার ৬২৭ জন পড়ুয়া, বাণিজ্য বিভাগ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৮০০ জন। কলা বিভাগ থেকে ছিল ৪ লক্ষ ৯৬ হাজার ৪০৫ জন। 
বিজ্ঞানের থেকে পাশের হার ৯৮.৮০ শতাংশ, বাণিজ্য বিভাগ থেকে পাশের হার ৯৪.১৯ শতাংশ, কলা বিভাগ থেকে পাশের হার ৯২.৫৪ শতাংশ। ছাত্রদের মধ্যে পাশের হার ৯৩.৮১ শতাংশ, ছাত্রীদের মধ্যে পাশের হার ৯৩.৬৫ শতাংশ। 
জেলা গত ভাবে পাশের হারের দিক থেকে প্রথমে দক্ষিণ ২৪ পরগনা। পাশের হার ৯৬.৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে নদীয়া, পাশের হার ৯৬.৬৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া, পাশের হার ৯৬.৫৯ শতাংশ। পাশের হারের দিক থেকে দ্বাদশ স্থানে রয়েছে কলকাতা। পাশের হার ৯৩.৭৭ শতাংশ। 
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে তৃতীয় সেমিস্টারের মার্কশিট অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে স্কুল গুলো। সংসদের পক্ষ থেকে কোন মার্কশিট দেওয়া হবে না। চতুর্থ সেমিস্টারের পর ফাইনাল মার্কশিট দেবে সংসদ। মেধা তালিকায় ৫৫ জন রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। 
তৃতীয় সেমিস্টারের মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৬৯ জন পড়ুয়া। মেধা তালিকায় মাত্র তিনজন ছাত্রী রয়েছে। চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন মেধা তালিকায় একজন মাত্র রয়েছে বাণিজ্য বিভাগ থেকে বাকিরা সবাই বিজ্ঞানের। 
তৃতীয় সেমিস্টার এমসিকিউ পদ্ধতিতে হলেও পার্সেন্টেজ নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদের তথ্য অনুযায়ী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন মাত্র ০.৪৮ শতাংশ। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১০.৪ শতাংশ। ৬০ শতাংশ বেশি নম্বর পেয়েছে ৪১.১৬ শতাংশ।
উচ্চ-মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ-মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছিল। অভিযোগ ক্লাস শুরু হয়ে গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্য বই পায়নি পড়ুয়ারা। এই নিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখেও পড়েছিলেন সংসদের চেয়ারম্যান।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0