জমি কেলেঙ্কারিতে নাম জড়ালো কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। অভিযোগ বেআইনি ভাবে মাইসোর নগরোন্নয়ন বিভাগের জমি বিলি করা হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নয় একাধিক সরকারি আধিকারিক এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও উঠেছে এই দুর্নীতির অভিযোগ।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশে দেওয়া হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে। সূত্রের খবর রাজভবনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন সিদ্দারামাইয়া।
কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গোটা বিষয়টি বিজেপির চক্রান্ত। রাজ্যপালকে নিশানা করে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বিজেপির নির্দেশের তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
যেই জমি নিয়ে সমস্যা সেই বিষয় সিদ্দারমিয়া দাবি করেছিলেন যে তার স্ত্রী যেই জমির জন্য ক্ষতিপূরণ পেয়েছিলেন সেটি তার ভাই মল্লিকার্জুন ১৯৯৮ সালে উপহার দিয়েছিলেন। কিন্তু সমাজকর্মী কৃষ্ণা অভিযোগ করেন যে মল্লিকার্জুন ২০০৪ সালে এটি অবৈধভাবে কিনেছিলেন এবং সরকার ও রাজস্ব দপ্তরের আধিকারিকদের সহায়তায় জাল নথি ব্যবহার করে এটি নিবন্ধন করেছিলেন। জমিটি ১৯৯৮ সালে কেনা বলে দেখানো হয়েছিল। সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী ২০১৪ সালে এই জমির জন্য ক্ষতিপূরণ চেয়েছিলেন যখন সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী ছিলেন।
Siddaramaiyah
জমি কেলেঙ্কারিতে নাম জড়ালো সিদ্দারামাইয়ার, তদন্তের নির্দেশ রাজ্যপালের
×
Comments :0