প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটে। গত বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেজে। সেখানেই প্রয়াত হন তিনি।
শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
শনিবার শেষকৃত্যে সমবেত হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং দলের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী সহ কংগ্রেস নেতৃবৃন্দ।
দেশের ১৩ তম প্রধানমন্ত্রী ছিলেন ড: মনমোহন সিং। অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী এই দায়িত্ব পালন করেন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত। তার আগে ১৯৯১ সালে নরসীমা রাও সরকারের প্রধানমন্ত্রিত্বে কেন্দ্রের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্যা উপিন্দর সিং শেষকৃত্য করেন। ভূটানের রাজা জিগমে খেসর নামগিয়েল, মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফল শ্রদ্ধা জানান তাঁকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং সেনার তিন বিভাগের প্রধানরা শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে এগারোটা নাগাদ দিল্লিতে কংগ্রেসের প্রধান দপ্তর থেকে মিছিল করে মনমোহন সিংয়ের দেহ নিয়ে আসা হয় নিগমবোধ ঘাটে। তাঁর স্ত্রী গুরুরশরণ কৌর ছিলেন কংগ্রেস দপ্তরে।
তাঁর নেতৃত্বে বিশেষত ইউপিএ-১ সরকার, মেয়াদের বেশিরভাগ পর্ব, পরিচালিত হয়েছিল বামপন্থীদের সমর্থনে। এই সরকারের সময়েই একশো দিনের কাজ, বনাঞ্চলের বাসিন্দাদের জমির অধিকার আইন, তথ্যের অধিকার আইন পাশ হয়।
মনমোহন সিং সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের। কংগ্রেস তাঁর শেষকৃত্যের জন্য বিশেষ স্থল নির্বাচনের অনুরোধ জানিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। সেই অনুরোধ মানেনি নরেন্দ্র মোদী সরকার। শেষকৃত্যের স্থলেই তাঁর স্মারক নির্মাণের দাবি তুলেছিল কংগ্রেস। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী বা অটলবিহারী বাজপায়ীর সময়ে হয়েছিল।
Dr. Manmohan Singh last rites
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়
×
Comments :0