TRIPURA PANCHAYAT ELECTION

সন্ত্রাস মোকাবিলা করেই ত্রিপুরায় বহু আসনে এগিয়ে বামপন্থীরা

জাতীয়

Tripura panchayat election bengali news

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে ত্রিপুরায়। ৮ আগস্ট নির্বাচন হয়।  যদিও প্রশাসনের সহায়তায় তৃণমূলের কায়দায় গণতন্ত্র হত্যার সম্পূর্ণ চেষ্টা চালিয়েছে ত্রিপুরার শাসকদল বিজেপি। নির্বাচনের আগেই রাজ্যের ৬৩৭০টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৪৫৫০টি আসন গায়ের জোরে দখল করে বিজেপি। ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪২৩ আসনের মধ্যে ২৪৪টি আসন বিনা নির্বাচনে দখল করেছে বিজেপি। আর জেলা পরিষদের ১১৬টি আসনের মধ্যে ২০ টি আসনে নির্বাচন হয়নি।

তারপরেও ৮ আগস্ট বাকি আসনগুলিতে সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ ভোট দেন। ভোটদানের হার ছিল ৮০ শতাংশের বেশি।

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, কুর্তি পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে ১২টিতে জয়ী হয়েছে সিপিআই(এম)। লালছড়ি গ্রাম পঞ্চায়েতে ৯-০ ব্যবধানে সিপিআই(এম) জয়ী হয়েছে। কাঁঠালিয়া ব্লকের বেজিমারা গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্ট ও কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে জয়ী হয়েছে।

ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সোমবার সকাল থেকেই বহু ব্লকে গণনাকেন্দ্রে বামফ্রন্ট, কংগ্রেস ও নির্দল প্রার্থী ও তাদের এজেন্টকে প্রশাসনের সহায়তায় ঢুকতে দেয়নি বিজেপি। বহুক্ষেত্রে মারধর করা হয়েছে। তারপরেও রাজ্যের বহু পঞ্চায়েত এবং পঞ্চায়েত আসনে বামপন্থী ও কংগ্রেস প্রার্থীরা জয় ছিনিয়ে আনছেন।

কৈলাশহর গৌরনগর আরডি ব্লকের ২০টি পঞ্চায়েতের মধ্যে খাওরাবিল, মাগুরউলি, লাটিয়াপুড়া, রাঙাউটি, ইরানি, পূর্ব ও পশ্চিম ইয়াজিখাওরা নিয়ে ৭টিতে জয়ী হয়েছে ইন্ডিয়া মঞ্চ।

 

Comments :0

Login to leave a comment