Delhi University Election

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে দাবি ঋতুকালীন ছুটিরও

জাতীয়

এসএফআই-এআইএসএ জোটের প্রচার প্রার্থী অঞ্জলিকে নিয়ে। ছবি সোশাল মিডিয়া থেকে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এনএসইউআই অভিযোগ করেছে যে আরএসএস অনুগামী এবিভিপি’র একদল ছাত্রছাত্রী তাঁদের প্রচারের সময় হামলা করেছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রচার শেষ হচ্ছে মঙ্গলবারই। শেষ দিনের প্রচার ঘিরে উত্তেজনা ছিল। দিল্লির কিরোরি মাল কলেজে প্রচারকে ঘিরে হাতাহাতি হয়।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বামপন্থী জোট এবং কংগ্রেস অনুগামী এনএসইউআই ছাত্রীদেরই প্রার্থী করেছে সভাপতি পদে। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং এআইএসএফ জোট প্রার্থী অঞ্জলির বাড়ি বিহারের গয়ায়। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাণিজ্যিক আবাসন তৈরি চলছি। তার প্রতিবাদে আন্দোলনে যুক্ত হন তিনি। 
এনএসইউআই’র প্রার্থী জসমিন নন্দিতা চৌধুরীর বাড়ি হরিয়ানায়। তিনি বলেছেন ছাত্রছাত্রীদের আসল সমস্যা নিয়েই প্রচার চলছে। হস্টেলে ঘর বাড়ানো, রিডিং রুমে জায়গা বাড়ানোর পাশাপাশি ঋতুকালীন ছুটির দাবিও তুলছেন তিনি। 
জসমিন বলছেন, বছরে ১২দিন ছাত্রীদের জন্য থাকা জরুরি। বাধ্য হয়েই অনুপস্থিত হতে হয় ঋতুকালীন পর্বে। 
সভাপতি পদে প্রার্থী দুই ছাত্রীই লিঙ্গ সংবেনশীলতা বৃদ্ধি কমিটি গড়নের মতো ব্যবস্থার কথা বলছেন। ক্যাম্পাসে যৌন হেনস্তা রোধের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার দাবি ছাত্র সংসদ নির্বাচনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।   
এদিকে কিরোরী মাল কলেজে এনএসইউআই সমর্থকদের অভিযোগ আরএসএস’র বাহিনী হামলা চালিয়েছে পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে আসা ছাত্রছাত্রীদের ওপর।

Comments :0

Login to leave a comment