Metro

গ্রিণ লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা

কলকাতা

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবায় বিভ্রাটের পর এবার গ্রিণ লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) মেট্রো পরিষেবায় দেখা গেলো বিভ্রাট। বুধবার সকালে হঠাৎ করে ব্যাহত হয় পরিষেবা। এদিন সকাল ১১টার কিছু পরে যান্ত্রিক ত্রুটি দেখা যায় গ্রিণ লাইন মেট্রোয়। বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে পরিষেবা ব্যাহত হওয়ার জন্য কাজের সময় বেশ সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
এই মেট্রো লাইনের বহু যাত্রী হাওড়া থেকে ধর্মতলা থেকে মেট্রোয় আসেন অফিসে যাওয়ার জন্য। আবার যাদের সেক্টর ফাইভে অফিস তাদের সুবিধা হয় গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে এদিন পরিষেবা ব্যাহত হওয়ায় তাদের সমস্যায় পড়তে হয়।
গত কয়েকদিন ধরে ব্লু লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবায় একাধিক সমস্যা দেখা দিয়েছে, কখনও যান্ত্রিন ত্রুটি আবার কখনও রেক বসে যাওয়া। এবার গ্রিণ লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় শহরের মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Comments :0

Login to leave a comment