Putin India Tour

বাণিজ্য, সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা মোদী এবং পুতিনের

জাতীয় আন্তর্জাতিক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে কাঁধে কাধ মিলিয়ে লড়াই করবে রাশিয়া। মোদীর সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে বললেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। অপারেশন সিঁদুর চলাকালিন রাশিয়ার পক্ষ থেকে ভারতকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে। রাশিয়ার এস ৪০০ ভারতীয় সেনাকে সাহায্য করেছে পাকিস্তানের ড্রোন হামলা মোকাবিলা করার জন্য। 
এদিন ভারতের প্রধানমন্ত্রীও রাশিয়া এবং ভারতের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, পারশ্পারিক বন্ধুত্ব এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে ভারত এবং রাশিয়ার সম্পর্ক এগিয়ে চলেছে। ভারতের সাথে রাশিয়ার বাণিজ্য বাড়ানোর কথা শোনা গিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতির মুখে। তিনি বলেন, ভারতের সাথে রাশিয়ার বার্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে চায় তার প্রশাসন। 
প্রধানমন্ত্রী মোদী বলেন, দুই দেশ ২০৩০ সাল পর্যন্ত বাণিজ্য পরিচালনার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা, অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা করেছে এবং একে অপরের সাথে এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করছে।
পুতিন বলেন, "ভারত, রাশিয়া দ্বিপাক্ষিক অর্থ প্রদানের জন্য জাতীয় মুদ্রা ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে।"
উল্লেখ্য ভারতের ওপর প্রথমে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপায় আমেরিকা। পরে আরো ২৫ শতাংশ জরিমানা চাপানো হয়। এই জরিমানার কারণ হিসেবে রাশিয়ার থেকে তেল কেনাকে দেখানো হয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আগেই চাপিয়েছে আমেরিকা। সে দেশের সঙ্গে লেনদেনের কারণে পরোক্ষ নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ভারতকে।
ভারত জানায় যে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের দাম কম ছিল বলে আমদানি করা হয়েছে। কিন্তু আমেরিকার কড়া সমালোচনা থেকে বিরত থেকে নরেন্দ্র মোদী সরকার।

Comments :0

Login to leave a comment