আজ ১৪ফেব্রুয়ারি। ১৯৯২ সালের আজকের দিনে জেসিটিকে হারিয়ে ফেডকাপের ফাইনালে উঠেছিল মোহনবাগান। খেলার ফল হয়েছিল ৩-১ মোহনবাগানের হয়ে গোল করেছিলেন বিজয়ন , চিমা ও শিশির ঘোষ। দিনটি ছিল সোমবার। কর্মব্যস্ততার দিনেও যুবভারতীতে প্রায় ৩০হাজার দর্শক এসেছিলেন মোহনবাগানের বড় ব্যবধানে জয় দেখতে। ম্যাচের ৪৪মিনিট নাগাদ গোল হজম করে মোহনবাগান।গোলরক্ষক তনুময় বোসের ভুলেই সুযোগসন্ধানী বাহাদুর সিং গোল করে জেসিটিকে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মধ্যেই মোহনবাগান আক্রমণভাগের দাপটে দিশেহারা হয়ে যায় জেসিটি। ২০ মিনিটে বিজয়ন গোল করে এগিয়ে দিলেও ৮৮ মিনিটে সেই গোল শোধ দেন বাহাদুর। সুদীপ চক্রবর্তী নামার পর মোহনবাগানের আক্রমণের ধার বাড়তে থাকে। তার ক্রস থেকেই দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন চিমা। তৃতীয় গোলটির ক্ষেত্রে সত্যজিতের বাড়ানো ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান শিশির ঘোষ। ৮৭ এর পরে প্রায় ৫ বছর পরে ফাইনালে উঠেছিল মোহনবাগান |
বর্তমানে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লীগ আইএসএলে খেললেও সবুজমেরুন নৌকা এখনও তরতরিয়ে এগিয়ে চলেছে। গতবার শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর এবছরও শিল্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান। মান্ধাতার আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে এসে বিনিয়োগকারী সংস্থা আরপিএসজি 'র ( RPSG ) সাথে জুটি বেঁধে মাঠের বাইরে দারুণ পারফরম্যান্স করে চলেছে ম্যানেজমেন্ট। আর মাঠের ভিতর ম্যানেজমেন্টের বিশ্বাসের মর্যাদা দিচ্ছে সমস্ত ফুটবলাররা। এই মরশুমে শিল্ড জিতলে ফের একবার এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২ বা এসিএল ২ ( ACL 2 ) -তে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নেবে মোহনবাগান ।
Comments :0