পাকিস্তানকে ১৪৬ রানে অল আউট করে দিল ভারত। টি-২০ এশিয়া কাপ ফাইনালে ভারত টসে জিতে বোলিং নেয়। হার্দিক পান্ডিয়াকে বাইরে রেখে নামতে হয়েছিল ভারতকে। তবে স্কোয়াডে ফেরেন জসপ্রীত বুমরা এবং শিবম দুবে।
বুমরা ৩.১ ওভার বল করে ২ উইকেট তুলে নেন। ১৮ ওভারে কুলদীপ যাদব ৩ উইকেট নেন। শাহিন আফ্রিদি আউট হন কোনও রান না করে। কুলদীপ মোট ৪ উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল ২টি করে উইকেট তুলে নেন।
T-20 Asia Cup Final
১৪৬ রানে অল আউট পাকিস্তান

×
Comments :0