Partha Chatterjee

নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থ’র, ফের প্রমাণিত কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা

রাজ্য

নিয়োগ দুর্নীতির আরও এক মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। নিয়োগ দুর্নীতির সব মামলা থেকেই জামিন পেলেন তিনি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা সেনের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছে। এই মামলার শুনানি শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর। সেদিন রায় দান করেননি বিচারপতি। তবে জামিন পেলেও পার্থর জেলমুক্তি হচ্ছে না।
সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তে পার্থকে আপাতত জেলেই থাকতে হবে। গত ১৮ আগস্ট পার্থের জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জামিনের বন্ড করার আগে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে। চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। ওই পদ্ধতির পরে দু’ মাসের মধ্যে সাক্ষীদের বয়ান নথিবদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার পরে জেলের বাইরে আসতে পারবেন পার্থ। 
জামিন প্রসঙ্গে পার্থকে বেশ কয়েকটি শর্ত মেনে চলার কথা বলেছে হাই কোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে তিনি আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। কোনও সরকারি পদে থাকতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্তে সহযোগিতা করতে হবে। বিধায়ক হিসাবে তার কাজে কোন বাধা থাকবে না বলে জানিয়েছে আদালত।
২০২২ সালের ২২ জুলাই নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে থেকেও উদ্ধার হয় টাকা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা, আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় পার্থ এবং অর্পিতাকে।
এরপর একের পর এক দুর্নীতি সামনে আসতে থাকে, নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ সি ও গ্রুপ ডি। এর অধিকাংশ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ।
এর মধ্য সিবিআইয়ে ব্যর্থতা সামনে আসছে। একাধিক মামলায় প্রমাণের অভাবে জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত। তিন বছর সময় পাওয়ার পর কেন এখনও পার্থদের বিরুদ্ধে প্রমাণ সহ চার্জশিট জমা দিতে পারলো না দুই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Comments :0

Login to leave a comment