JALPAIGURI CULTURAL ACTIVISTS

‘অসময়ে অনুষ্ঠান নয়’, সোচ্চার সংস্কৃতিকর্মীদেরই ধরল পুলিশ

জেলা

জলপাইগুড়িতে সরোজেন্দ্র দেব কলাকেন্দ্রের সামনে থেকে প্রতিবাদীদের ধরছে পুলিশ।

আজ নয় বিনোদন। স্থগিত থাক সরকারি অনুষ্ঠান। দুঃসময়ে কেবল এই দাবি তোলায় পুলিশ তুলে নিয়ে গেল সংস্কৃতি কর্মীদের। জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব কলাকেন্দ্রের সামনে পুলিশের ভূমিকায় ছড়ালো তীব্র ক্ষোভ।
বাংলা কেবল নয়, দেশে এমনকি বিদেশেও উঠেছে দাবি। আর জি কর কাণ্ডে নিপীড়িতের বিচার চাই। ধরতে হবে আসল অপরাধীদের। ফুটবল গ্যালারিতে এই দাবি ওঠার ভয়ে বাতিল হয়েছে রবিবারের বড় ম্যাচ। এ সময়েই জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব কলাকেন্দ্রে অনুষ্ঠান করবে বলে ঠিক করে রেখেছে সরকার। তারই প্রতিবাদে শনিবার জড়ো হয়েছিলেন সংস্কৃতিকর্মীরা। রাজ্য সরকারের সঙ্গীত অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছিলেন তাঁরা। সরোজেন্দ্র দেব কলা কেন্দ্রের গেটের সামনে জড়ো হওয়া  ৭ জন প্রতিবাদীকে তুলে নিয়ে যায় পুলিশ। তার মধ্যে মহিলারাও আছেন।
আর জি কর কাণ্ডের জেরে শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের ডাকে দেশ ব্যাপী চলছে চিকিৎসকদের কর্মবিরতি। শনিবার আর জি কর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অপরাধীদের গ্রেফতারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে  প্রতিবাদ। রাস্তায় নামছে স্কুল-কলেজ ছাত্রীরা। শামিল হচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনীরাও। 
ঠিক সেই সময় রাজ্যে সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার থেকে শহরের সরোজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে শুরু হলো কলকাতার তৃণমূল পোষিত সঙ্গীতশিল্পীদের দিয়ে ' শ্রদ্ধাঞ্জলি ' নামে দু’দিন ব্যাপী সঙ্গীতের আসর।
সংস্কৃতি কর্মীরা বলেছেন, সুস্থ মানসিক বিকাশ এবং আনন্দের জন্য সঙ্গীতের অবদান অনেকটাই। তবে এই মুহূর্তে যখন জেলা, রাজ্য, দেশ জুড়ে এমনকি দেশের বাইরে ও বিভিন্ন দেশের মানুষ ও চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা আর জি কর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ও রাজ্য সরকারের প্রমাণ লোপাটের চেষ্টার প্রতিবাদ করছেন, সেই সময় জলপাইগুড়ি শহরে এমন সঙ্গীতের আসর বাংলার রুচির পরিপন্থী। তাই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ে সরোজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্র আর্ট গ্যালারির বাইরে জড়ো হন জলপাইগুড়ি শহরের বেশকিছু সাংস্কৃতিক আন্দোলনের কর্মী, শিক্ষক, ডাক্তার, বিজ্ঞানী সহ প্রতিবাদীরা। বিশিষ্ট অঙ্কেলোজিস্ট ডা. সায়ন পাল, বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী ডঃ সুবীর সরকার, জীবনবিমা আধিকারিক শুভাশিস চৌধুরী, সঙ্গীত শিল্পী সুপর্ণা দাশগুপ্ত, নাট্য কর্মী রাজদীপ মুখার্জী, শান্তা সরকার, জয়দীপ মুখার্জি, বিশিষ্ট কুইজ মাস্টার তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক শৌভিক কুণ্ডুকে ধাক্কা মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।
খবর পেয়েই শহর জুড়ে ছড়িয়ে পরে উত্তেজনা। সমগ্র আর্ট গ্যালারি এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। থানার সামনে জড়ো হন বহু  সাংস্কৃতিক কর্মী ও সমাজের বিভিন্ন অংশের মানুষরা। বেশ কিছুক্ষণ থানায় বসিয়ে রাখার পর সন্ধ্যার পর প্রতিবাদীদের নিঃশর্ত মুক্তি দেয় পুলিশ।

Comments :0

Login to leave a comment