SFI DYFI

মীনাক্ষী সহ সাতজনকে তলব লালবাজারের

রাজ্য

আরজি করে হামলার ঘটনায় মীনাক্ষী মুখার্জি সহ সাতজন এসএফআই, ডিওয়াইএফআই নেতাকে তলব করলো লালবাজার। কলকাতা পুলিশের দাবি যেই সময় আরজি কর হাসপাতালে ভাঙচুর করা হয় সেই সময় হাসপাতালের বাইরে ধর্ণা মঞ্চে ছিলেন মীনাক্ষী মুখার্জিরা। মুখ্যমন্ত্রী ডিওয়াইএফআই, এসএফআইকে নিশানা করার পরপরই এই পদক্ষেপ। 
গতকাল ডোরিনা ক্রসিং থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন প্রমান লোপাট করার জন্য আরজি করে হামলা করেছে ডিওয়াইএফআই। তিনি বলেন, ‘‘ডিওয়াইএফআই হাসপাতালে ভাঙচুর করেছে প্রমান লোপাট করার জন্য।’’
শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মীনাক্ষী মুখার্জিকে এই বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যারা আরজি করে ভাঙচুর করলো তারা সভ্য সমাজের নয়। আমরা পতাকা কাঁধে নেই মানুষের জন্য। হাসপাতাল ভাঙার জন্য নয়।’’
উল্লেখ্য আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় প্রথমে কলকাতা পুলিশের পক্ষ থেকে কয়েকজন যুবকের যেই ছবি প্রকাশ করা হয়েছিল তাতে কোন পতাকা ছিল না। এছাড়া এখনও পর্যন্ত এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তারা তৃণমূল কর্মী বলেই জানা যাচ্ছে। একজন ধৃত এও দাবি করেছেন যে তিনি তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ট।

Comments :0

Login to leave a comment