Barasat Hospital

পর পর দু’দিন বারাসতে সুহৃতা পালকে ‘গো ব্যাক’ স্লোগান

রাজ্য

আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে ঘিরে উঠল ‘গো ব্যাক স্লোগান’ বারাসতে। শুক্রবার বারাসাত হাসপাতালের দায়িত্ব নিতে গিয়ে 'গো ব্যাক স্লোগান' শুনতে হয় ডা.সুহৃতা পালকে। পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকেও তাঁকে সরানোর দাবিতে শনিবারও বিক্ষোভ হয়। নব নিযুক্ত অধ্যক্ষকে ‘গো ব্যাক স্লোগান’ দেয় উপস্থিত জনতা। অধ্যক্ষ ডাঃ সুহৃতা পাল ‘গো ব্যাক’ প্লাকার্ড নিয়েও চলে বিক্ষোভ। 
বিক্ষোভকারীদের বক্তব্য, ‘‘আরজি করের 'জঞ্জাল' সুহৃতা পাল, আমরা বারাসত হাসপাতালকে আরজিকর বানাতে চাইনা। তাঁকে অধ্যক্ষ হিসেবে দেখতে চাই না বারাসতের মানুষ। সুহৃতা পালের অপসারণ চাই। কারণ তিনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। আরজি কর হাসপাতাল ভাঙচুরের সময় উনি ওখান থেকে পালিয়েছেন।  তাঁকে এখন বারাসত হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে। কোন অবস্থাতেই তাঁকে বারাসাত মেডিকেল কলেজে কাজ করতে দেওয়া যাবে না।’’


বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল শুক্রবার নতুন পদে যোগদান করার পর শনিবার তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হাসপাতালে উপস্থিত বারাসাতের নাগরিক সমাজ। এদিন বিক্ষোভে যোগ দেন হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজনরাও। ‘গো ব্যাক’ সুহৃতা পাল স্লোগান তুলে তারাও বিক্ষোভ দেখাচ্ছিলেন। বারাসাত হাসপাতালের ভেতরে ঢুকলে পুলিশ তাদেরকে আটকে দেয়। হাসপাতালের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করতে বাধা দেযওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের মুখ থেকে মুল গেট পর্যন্ত বার করে নিয়ে আসা হয়। একপ্রকার তখন জোর করেই আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। হাসপাতালের বাইরেই বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন বিক্ষোভকারীরা জানিয়েছেন, ‘‘বারাসত মেডিক্যালের নব নিযুক্ত অধ্যক্ষ ড. সুহৃতা পালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ আরও তীব্রতর হবে।’’ 

Comments :0

Login to leave a comment