Protests in Cooch Behar

মুখ্যমন্ত্রীর কুশপুতুল কেড়ে রোষের মুখে পুলিশ

রাজ্য

কোচবিহার শহরে জনরোষের মুখে পড়তে হলো পুলিশকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শ্রমিক, ছাত্র, যুব, মহিলারা বুধবার সন্ধ্যায় কোচবিহার শহরে এএল দাস চৌপতিথিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কুশপুতুল দাহ করতে উদ্যত হলে, তা কেড়ে নেয় পুলিশ।  এরপরই জনতার রোষের মুখে পড়তে হয় পুলিশকে। উত্তেজিত জনতা রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশের সাথে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরতা তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার মতো পাশবিক ঘটনাকে তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে সামনে রেখে এদিন সন্ধ্যায় কোচবিহার শহরে যৌথ মিছিল ও কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভে শামিল হয় শ্রমিক, ছাত্র, যুব, মহিলা সংগঠন। থানায় বিক্ষোভ দেখানোর পর মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলেই পুলিশের বাঁধার মুখে পড়তে হয় তাদের। এরপরই সাধারণ মানুষ পুলিশের ওই আচরণের তীব্র প্রতিবাদ জানান।
এদিন কোচবিহার শহরে কমরেড গোপাল সাহা ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার কোতোয়ালি থানার সামনে। এখানেই বিক্ষোভে শামিল হন তারা। এদিনের এই কর্মসূচি নেতৃত্ব দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, শ্রমিক নেতা জগৎজ্যোতি দত্ত, বস্তি আন্দোলনের নেতা সাধন দেব, শিক্ষক নেতা সুজিত দাস, দীপক কুমার সরকার, মহিলা নেত্রী মধুছন্দা সেনগুপ্ত, যুব নেতা শম্ভু চৌধুরী, ছাত্রনেতা অঙ্কন করঞ্জাই প্রমুখ।

Comments :0

Login to leave a comment