শুক্রবার থেকে দুই দিনের ভারত সফরে আসছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত সফরের প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
সূত্রের খবর একাধিক সামরিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। এস ৪০০ নিয়েও হবে আলোচনা। রাশিয়ার থেকে কিছু অস্ত্র কিনতে পারে ভারত।
মোদী পুতিনের বৈঠকের পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক হবে রাজনাথ সিংয়ের।
ল্লেখ্য, ভারতের ওপর প্রথমে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপায় আমেরিকা। পরে আরো ২৫ শতাংশ জরিমানা চাপানো হয়। এই জরিমানার কারণ হিসেবে রাশিয়ার থেকে তেল কেনাকে দেখানো হয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আগেই চাপিয়েছে আমেরিকা। সে দেশের সঙ্গে লেনদেনের কারণে পরোক্ষ নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ভারতকে।
ভারত জানায় যে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের দাম কম ছিল বলে আমদানি করা হয়েছে। কিন্তু আমেরিকার কড়া সমালোচনা থেকে বিরত থেকে নরেন্দ্র মোদী সরকার।
Putin India Tour
শুক্রবার থেকে দুদিনের ভারত সফরে পুতিন
×
Comments :0