বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন। দীর্ঘদিন তাঁর রাজ্যের মানুষের সেবা করেছেন। তাঁর পরিবার এবং সমর্থকদের আমার আন্তরিক সমবেদনা জানাই।’’
শোকজ্ঞাপন করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সামাজিকমাধ্যমে রাহুল গান্ধী লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ান অত্যন্ত বেদনাদায়ক। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘদিন রাজ্যের উন্নতির জন্য তিনি কাজ করে গিয়েছেন। বাংলার এবং দেশের রাজনীতিতে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব।’’
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, সুকান্ত মজুমদার, কংগ্রেস নেতা অধীর চৌধুরি, মল্লিকার্জুন খাড়গে।
BUDDHADEV BHATTACHARYA
শোকপ্রকাশ মোদী, রাহুলের
×
Comments :0