আর জি কর এর ঘটনার প্রতিবাদে কর্মসূচি অব্যাহত। রাত দখলের পর এবার ভোর দখল প্রতিবাদীদের। গোটা রাজ্য জুড়ে চলা ভয়াবহ ভয়ের রাজনীতি রুখতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নয়, কোনো বিতর্ক নয়, ধারাবাহিক প্রতিবাদী জমায়েতের মধ্য দিয়ে নতুন করে সম্মিলিত আওয়াজ রায়গঞ্জে। আরজি করের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ শহরে চিকিৎসক শিক্ষক, সাংষ্কৃতিক কর্মীদের ডাকে প্রতিবাদ মিছিল শুরু হয় শিলিগুড়ি মোড়ে। শিল্পী অভিজিত সরকার লম্বা লড়িতে দূর্গা প্রতিমার গায়ে রং লাগিয়ে বুঝিয়ে দিচ্ছে দেবী পক্ষে সবার স্বর জাস্টিস ফর আর জি কর।
শিলিগুড়ি মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। গোটা শহর পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে এসে শেষ হয়। রাস্তার দুপাশে মানুষের ঢ্ল। এযেন এক নতুন কার্নিভাল। অভয়ার পাশবিক মৃত্যু ও ধর্ষণ এর বিচার এবং দোষী দের আড়াল করবার নারকীয় প্রয়াসের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের জমায়েত সংগঠিত হয়।
RG KAR PROTEST
আরজি করের বিচার পেতে মহালয়ার ভোর রাতের দখল রায়গঞ্জে
×
Comments :0